Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

শাখারিয়া ইউনিয়ন পরিষদ

১) ইউনিয়নকে জানুন

যোগাযোগ ঠিকানা

ডাকঘর-পল্লীমঙ্গলহাট, উপজেলা- বগুড়া সদর, জেলা-বগুড়া-৫৮০০।

ক)জেলা ও উপজেলার নাম

জেলা-বগুড়া। উপজেলা-বগুড়া সদর।

খ)ইউনিয়নের নাম

 ৬নং শাখারিয়া ইউনিয়ন পরিষদ

গ)অবস্থান

মাটিডালী মোড় (উপজেলা পরিষদ) হতে পূর্বে থেকে ৩ কি.মি. উত্তরে নিজস্ব ভবনে অবস্থিত ০৬নং  শাখারিয়া ইউনিয়ন পরিষদ

ঘ)ইউনিয়ন অবস্থিত গুরুত্বপুর্ণ বিভিন্ন অফিস সমূহ

১। ইউনিয়ন ভূমি অফিস (ভূমি মন্ত্রণালয়)

২। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

৩। স্বাস্থ্য কেন্দ্র (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)

৪। পোষ্টঅফিস।

৫।

ঙ)ইউনিয়নের আয়তন

১৫.৪১ বর্গ কিঃ মিঃ

চ)ভূ-প্রকৃতি

বরেন্দ্র

ছ)গ্রামের সংখ্যা

০৮ টি

জ)মৌজার সংখ্যা

০৫ টি

ঝ)ওয়ার্ড

০৯ টি

ঞ)যোগাযোগ ব্যবস্থা

বগুড়া জেলা সদর হতে ৮ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম কর্ণারে এবং উপজেলা সদর হতে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিম কর্ণারে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা  সিএনজিঅটোরিক্সা, মটর সাইকেল ভ্যান রিক্সা প্রভৃতি। রিক্সাযোগে গমন ৪০মিনিট।

ট)জনসংখ্যা

লিঙ্গ/ধর্ম

পুরুষ

মহিলা

মোট

 

মুসলমান

৭৫৮০

৮৪০৯

১৫৯৮৯

 

হিন্দু

     ২৫৫

    ৩০৫

৫৬০

 

মোট

৮,৫৬০

৭,৯৮৯

১৬,৫৪৯

ঠ)হাট-বাজার

 ০২টি (পল্লীমঙ্গল হাট ও পাঁচবাড়ীয় হাট )

ড)ঐহিতাসিক নিদর্শন

শাখারিয়া ইউনিয়নের ঐহিতাসিক নিদর্শন হলোঃ ডাঙ্গা, বিল।

১। সাংগঠনিক কাঠামো

২। ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন, বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট। প্রায় ১৫০ বছর পূর্বে তার যাত্রা শুরু করে। ১৮৭০ সালে বৃটিশ শাসনামলে তাদের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক বিশেষ করে গ্রামীণ এলাকায় বৃটিশদের ভিত্তি দৃঢ় করার লক্ষ্যে তখনকার প্রশাসক লর্ড মেয়ো গ্রাম অঞ্চলের জন্য চৌকিদারী আইন পাশ করেন। এই আইনের মাধ্যমে প্রথম বারের মত গ্রামীণ অঞ্চলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদ্ভব হয়। এই প্রক্রিয়ার বিকাশের মাধ্য দিয়ে স্বাধীন দেশে একটি গণতান্ত্রিক স্থানীয় সরকার ইউনিটের ধারণা সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে এর ভূমিকা নিরাপত্তামূলক কর্মকান্ডে সীমাবদ্ধ থাকলেও পরবর্তী কালে এটিই স্থানীয় সরকারের প্রাথমিক ইউনিটের ভিত্তিরূপে গড়ে উঠে।